দুর্নীতি বিরোধী আইন অনুমোদনে ব্যর্থ কলম্বিয়া

Colombian senator and spokesperson for the anti-corruption consultation Claudia Lopez (R) and senators Antanas Mockus (C) and Angelica Lozano show their ID cards in Bogota, on August 26, 2018, during voting within a popular consultation on measures including cutting congressional salaries and boosting sentences for corruption. / AFP PHOTO / John VIZCAINO

কলম্বিয়া রোববার দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তি দেয়া বিষয়ক আইন অনুমোদনে ব্যর্থ হয়েছে।

কংগ্রেস এই কঠোর দুর্নীতি বিরোধী পদক্ষেপ বাস্তবায়নে অস্বীকৃতি জানালে এ ব্যাপারে গণভোটের আয়োজন করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এটি এমন এক সময় হয়েছে যখন পার্শ্ববর্তী দেশ ব্রাজিলের বৃহৎ নির্মাণকারী প্রতিষ্ঠান ওদেব্রেশট এর দুর্নীতি কেলেঙ্কারী গোটা অঞ্চলের ওপর ছায়া ফেলেছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, রোববার রাতে প্রায় সবগুলো ভোট গণনা শেষ হয়েছে। বিলটি অনুমোদনের জন্য ১ কোটি ২১ লাখ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজনের চেয়ে ৪ লাখ ৭০ হাজার ভোট কম পড়েছে।

প্রেসিডেন্ট ইভান ডুক জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, ভোটারদের ৯৯শতাংশই এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে।

তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিলটি অনুমোদনের জন্য নুন্যতম যতগুলো ভোট প্রয়োজন ছিল তা পাওয়া যায়নি।’

ডুক ৭ আগস্ট দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এই পদক্ষেপ নিলেন। যদিও তার ডানপন্থী দল ডেমোক্র্যাটিক সেন্টারের সদস্যরা এ ব্যাপারে খুব একটা সমর্থন দেননি।

সিনেটে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

গ্রিন পার্টির সিনেটর অ্যাঞ্জেলিসা লোজানো বলেন, প্রয়োজনের চেয়ে আমাদের পাঁচ শতাংশ কম ভোট পড়েছে। তবে পরিবর্তন আসবেই।

তিনি এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে।

তিনি সাংবাদিকদের বলেন, কলম্বিয়ানরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত পরিবর্তন চায়। তারা দুর্নীতির অবসান চায়।

আজকের বাজার/এমএইচ