দুর্নীতি বেড়েছে বাংলাদেশে: ১৮০টি দেশ পর্যক্ষেণ শেষে টিআই

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

২০১৮ সালে বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের পরিস্থিতি পর্যক্ষেণ করে দুর্নীতির এই ধারণা সূচক প্রকাশ করে সংস্থাটি।

মঙ্গলবার ঢাকায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক সংবাদ সম্মেলনে দূর্নীতির ধারণা সূচক সংক্রান্ত এই তথ্য প্রকাশ করেন।

টিআইবি প্রকাশিত প্রতিবেদন অনুসারে আগের বছর অর্থাৎ ২০১৭ সালে বিশ্বে বাংলাদেশের সার্বিক অবস্থান নিচের দিক থেকে ১৭ হলেও ২০১৮ তে ১৩তম অবস্থানে রয়েছে। আবার উপরের দিক থেকে ২০১৭ সালে ১৪৩ নম্বর থাকলেও ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। সুচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে। আর এর পরেই রয়েছে আফগানিস্তান।

টিআই’র প্রতিবেদনে দুর্নীতিমুক্ত অথ্যাৎ ১৮০টি দেশের মধ্যে তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। অপরদিকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার তলানিতে রয়েছে আফ্রিকার সোমালিয়া। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ