রাজধানীর বনানীতে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সুপার মার্কেটের বহুতলবিশিষ্ট কার পার্কিং ইজারায় দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার, ২৮ নভেম্বর ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান খান মামলার শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
বিএনপি নেতা খোকার সাথে অন্য তিন আসামি হলেন- সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিংয়ের ম্যানেজার এইচএম তারেক আতিক।
পাশাপাশি আদালত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশেনের সাবেক মেয়র খোকাকে ২০ লাখ টাকা এবং অপর দুই আসামিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন।
এর আগে ২০১৫ সালের ২৯ নভেম্বর এই মামলায় খোকাসহ তিন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
বিস্তারিত আসছে…