দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না মন্তব্য করে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বুধবার বলেছেন, ব্রিজ ভেঙে নয়, দুর্বল লাইন, নাট বল্টুর ত্রুটির কারণেই এই দুর্ঘটনা হতে পারে। তবে তদন্ত কমিটি এটা জানাবে।
বুধবার দুপুরে সিলেটের কুলাউড়ার বরমচাল রেল স্টেশনের কাছে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না। অতিরিক্ত যাত্রী, নাট-বল্টু খোলা ও কারিগরি ত্রুটি ছিল কিনা এ বিষয় খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্ত রিপোর্টে যা আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে।’
‘যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে রেল বিভাগ,’ যোগ করেন তিনি।
রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে রেল বিভাগের উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে আলাদা মন্ত্রণালয় হয়েছে। দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে ও হচ্ছে।
এসময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বরমচাল স্টেশনে দুটি আন্তনগর ট্রেন স্টপিজের আশ্বাস দেন তিনি। পরবর্তীতে প্রয়োজন হলে আরও স্টপিজ বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।
ঢাকা-সিলেট রেল লাইন ডুয়েল গেজ হবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ