শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এরফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দিতে বলা হয়েছে।
শনিবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান।
এদিকে শনিবার দুপুর ১টায় আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী ফণী এখন রাজশাহীর বগুড়া, সিরাজগঞ্জ এবং ঢাকার রাজবাড়ী ও ময়মনসিংহের উপর দিয়ে অতিক্রম করছে।
আব্দুল মান্নান বলেন, ৫৪ কিলোমিটারের কেন্দ্র নিয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশই উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এটি ক্রমশই দুর্বল হচ্ছে। সন্ধ্যা নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করবে। ফণী একসময় গভীর নিম্মচাপে পরিণত হবে।
আজকের বাজার/এমএইচ