দুর্যোগ মোকাবিলায় পারদর্শিতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনিএ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দুর্যোগের ঝুঁকি কমাতে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগের পূর্বাভাস আরও দ্রুত সময়ে পাওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, এখন প্রতিবন্ধিতাকে দুর্যোগের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। তাই আমি বিশ্ববাসীকে আহ্বান করবো আপনারা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করুন। এ সময় তিনি জানান, প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্মীয়মাণ সব ভবনে র্যাম্প করতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগের কবল থেকে মানুষকে বাঁচানোর জন্য টেকসই নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে সরকার। ভূমিকম্প থেকে মানুষকে রক্ষা করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় দুর্যোগে প্রতিবন্ধীদের সুরক্ষা দেয়ার জন্য প্রশাসনকে বিশেষ নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রাসেল/