ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ ঘণ্টায় হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দুলামিয়া কটনের ১ হাজার ৭৫০টি শেয়ার ২৯ টাকা ১০ পয়সায় শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচিত সময়ে কোম্পানিটি ২৩ হাজার ৫৯০টি শেয়ার ৬৯ বার হাতবদল হয়। যার বাজার দর ৬ লাখ ৭৯ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৯ দশমিক ৮১ শতাংশ বেড়ে ২৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮