নরসিংদীর রায়পুরায় একই পরিবারের ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুন) রায়পুরা পৌর এলাকার তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২),তার মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লা (৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দারিদ্র্যের কারণে সন্তানদের হত্যার পর কাজল আত্মহত্যা করেছেন।
নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, কাজল মোল্লা প্রায় ৩ বছর ধরে তাদের বাড়িতে থাকে না।
সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাত। মাঝেমাঝে বাড়িতে আসত।
গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে ২ সন্তানকে নিয়ে বাড়িতে আসে এবং দেখা কেরে সন্ধ্যার পর চলে যায়।
শুক্রবার (২২জুন) খবর পাই আমাদের বাড়ির খানিকটা দূরে তার ২ সন্তানকে হত্যা করে সে আহত্মহত্যা করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানদের নিয়ে সে আত্মহত্যা করেছে।পুলিশ মরদেহ ময়নাতদন্তেন জন্য মর্গে পাঠিয়েছেন।
আজকের বাজার/এসএম