ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের-ডিএনসিসি পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উপহার দেয়া শুরু হয়েছে।
শনিবার সকালে উপহার বিতরণ করেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি। তিনি বলেন, ১ হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হলো।
উপহার হিসেবে দেয়া হচ্ছে- চাল, ডাল, সুজি, দুধের মতো খাদ্য সামগ্রী। করোনা সংকটে গরীব ও অসহায়দের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাড়িতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আগামী দিনগুলোতেও এমন সহায়তা কার্যক্রম চলমান থাকবে। গরীবদের সহায়তা করতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।