আগামী দুই-একদিনের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।
রোববার ১০ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন,মেয়র পদটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।
নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হওয়ায় কোনও জটিলতা তৈরি হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,যেহেতু এর আগেই এসব ওয়ার্ডে নির্বাচন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দেয়া হয়েছিল তাই কোনও জটিলা আছে বলে মনে করি না।
মেয়র পদে উপ নির্বাচনের সঙ্গে নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হবে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন,এ বিষয়টি কমিশন ঠিক করবেন। এখনই বলতে পারছি না।
এখানে উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মস্তিষ্কের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭