পরিবেশ দূষণকারী কোম্পানীর উপর ১ শতাংশ ইকোট্যাক্স আরোপের সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার ২৬ এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরণকল্পে দূষণকারী কোম্পানীগুলোর ওপর ট্যাক্স আরোপের জন্য অর্থ মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়।
বৈঠকে কমিটির সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ সভাপতিত্ব করেন। এছাড়া কমিটি সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আগামী অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে এক হাজার কোটি টাকা বরাদ্দ প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটি সিলেটের হাওর অঞ্চল, পাথর উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন সংরতি বনাঞ্চল পরিদর্শনের সুপারিশ করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
আজকের বাজার: আরআর/ ২৬ এপ্রিল ২০১৭