পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ও ঢাকা মহানগরের যৌথ অভিযানে রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকায় বায়ুদূষণ বিরোধী অভিযান চালিয়ে ১৮টি কারখানার বিদ্যুৎ সংযোগ ও একটি কারখানার সংযোগ গ্যাস বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার দুপুর ১টা দিকে উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের পরিচালক রুবিনা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
উচ্চ আদালতের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন রুবিনা ফেরদৌস।
তিনি বলেন, ‘যেসব কারখানায় তরল বর্জ্য থাকে সেখানে ইটিপি (তরল বর্জ্য পরিশোধনাগার) ও এটিপি (এয়ার ট্রিটমেন্ট প্লান্ট) থাকা বাধ্যতামূলক। কিন্তু আমরা যেসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি তাদের ইটিপি ও এটিপি ব্যবস্থা নেই। তাই আদালতের নির্দেশে অভিযান চালিয়ে আমরা এ পদক্ষেপ নিয়েছি।’
যেসব কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়- এ মজিদ অ্যান্ড সন্স ডাইং; কদমতলী ডাইং অ্যান্ড প্রিন্টিং; মাসুদ টেক্সটাইল; জেদ্দা ডাইং; সোনিয়া ডাইং অ্যান্ড প্রিন্টিং; আজিজ মেটাল; আলিফ মেটাল; মেসার্স অগ্রণী মোল্ডিং; এডেক্স কর্পোরেশন (অরবিট মেটাল ইন্ডা.); মেসার্স খান রেডিমিক্স; মতলব আয়রন; এস এস ইলেক্ট্রপ্লেটিং ওয়ার্কস; মোহাম্মদীয়া পাইপ; পারফেক্ট ওয়ার; এম কে ডাইং; রাফসান ডাইং; মিল্লঅত ডাইং ও নিউ মিল্লাত মারুফ ডাইং।
আদালতের কী নির্দেশ আছে জানতে চাইলে তিনি বলেন, ‘কারখানা বন্ধ করে দেয়ার নির্দেশ আছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কারখানা তো বন্ধ হয়েই যাবে।’
আজকের বাজার/লুৎফর রহমান