করোনা সচেতনতায় পরিবেশ দূষণমুক্ত রাখতে শনিবার রাঙামাটি শহরে জীবাণুনাশক ছিটিয়েছে সেনাবাহিনী। মেজর মহিউদ্দিন ফারুকী বলেন, সেনাবাহিনীর নিজস্ব পানির গাড়ি ও পিকআপ দিয়ে সেনাসদস্যরা শহরের ভেদভেদী থেকে শুরু করে কলেজ গেইট, বনরুপা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাঙামাটি মেডিকেল কলেজের আশপাশে জীবাণুনাশক ওষুধ দিয়ে পানি ছিটিয়েছেন।
সেনাবাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এসব কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি। এছাড়া, যারা দিনমজুর ও ঘর থেকে বের হতে পারছেন না এমন অসহায়দের মধ্যে শুকনা খাবার চিড়া, মুড়ি, বিস্কুট ও নুডুলস বিতরণ করেছে সেনাবাহিনী। মেজর মহিউদ্দিন বলেন, করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের সাথে প্রতিদিন মাঠে কাজ করছেন রাঙামাটি রিজিয়নের সেনাসদস্যরা। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশে আছে সেনাবাহিনী। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান