আইসিটি আইনে দায়ের করা মামলায় দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের চেয়ারম্যান শহীদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৬ আগস্ট) গোয়েন্দা পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।
এর আগে সোমবার বিকালে ডিবি পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় রবিবার রাতে ধানমণ্ডি বাসা থেকে শহীদুল আলমকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।
আজকের বাজার/এমএইচ