রাজধানীর রমনা থানায় দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ফটো সাংবাদিক শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছে পুলিশ।
সোমবার (৬ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
তিনি জানান, মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে শহিদুল আলমকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহিদুল আলমকে তার ধানমণ্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে ধানমণ্ডি থানায় অভিযোগ করেন তার স্ত্রী রেহনুবা আহমেদ।
সে সময় ধানমণ্ডি থানার এসআই মহিদুল ইসলাম জানান, শহিদুল আলমের স্ত্রী তার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এরপর সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শহিদুল আলম গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন।
আজকের বাজার/একেএ