২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুটি দলেই কোনো বাংলাদেশের ক্রিকেটারের জায়গা হয়নি!
এক নজরে আইসিসি বর্ষসেরা পুরস্কার ২০১৯
বর্ষসেরা ক্রিকেটার : বেন স্টোকস (ইংল্যান্ড)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার : প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার : রোহিত শর্মা (ভারত)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার : মারনাস লাবুশেইনি (অস্ট্রেলিয়া)
সহযোগী দেশগুলো থেকে বর্ষসেরা ক্রিকেটার : কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)
বর্ষসেরা আম্পায়ার : রিচার্ড ইলিংওয়ার্থ
স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড : বিরাট কোহলি, স্টিভেন স্মিথ
বর্ষসেরা নারী ক্রিকেটার : এলিসি পেরি (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা নারী ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার : এলিস পেরি (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার : চিনিদা রাউন্ডিরং (থাইল্যান্ড)
আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল : রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটকিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট দল : মায়াঙ্ক আগরওয়াল, টম লাথাম, মারনাস লাবুশেইনি, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়াগনার ও নাথান লায়ন।
বর্ষসেরা নারী ওয়ানডে দল : অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, ডাব্লু), স্মৃতি মান্ধনা (ভারত), তামসিন বিউমন্ট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পান্ডে (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), মেগান শুট (অস্ট্রেলিয়া) ও পুনম যাদব (ভারত)।
বর্ষসেরা নারী টি-টুয়েন্টি দল: অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, ডব্লিউ কে), ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্মৃতি মান্ধনা (ভারত), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), নিদা দার (পাকিস্তান), মেগান শুট (অস্ট্রেলিয়া), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত)।
আজকের বাজার/আরিফ