বনেদি কাঠের বাক্স৷ ওপরে ট্র্যাডিশনাল নক্সা৷ বাক্সের ওপর লেখা নিমন্ত্রিতের নাম৷ আর ৫ টা বিয়ের কার্ডের থেকে এক্কেবারে আলাদা এই আমন্ত্রণ পত্রের ডিজাইন৷ বেশ রাজকীয় একটা আমেজ রয়েছে তাতে৷ আর থাকারই কথা৷ বিয়েটা তো আফ্টারঅল রাজা-রানীর মতো কাপেলেরই৷
প্রকাশ্যে এল রাজ-শুভশ্রীর বিয়ের কার্ড৷ কার্ড বললে ভুল হবে, আমন্ত্রণের গোটা প্যাকেজ৷ আগামী মে মাসেই বসতে চলেছে বিয়ের আসর৷ অভিনেত্রী অনিন্দিতা বসু সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই কার্ড৷ সেখান থেকেই এখন ভাইরাল বিগ ফ্যাট ওয়েডিং কার্ড৷
অনিন্দিতা জানিয়েছেন, কার্ড তৈরির পেছেন তারও ছোট্ট ভূমিকা রয়েছে৷ ওপরে ‘এসআর’ লেখা লোগোর ডিজাইন তারই৷ আমন্ত্রণ পত্রে নাকি সাবেকিয়ানার ছোঁয়া রাখতে চেয়েছিলেন রাজ-শুভশ্রী৷ ছবি দেখে প্রমাণিত তারা দারুণভাবে সফল৷ কেবল সাবেকি স্টাইল নয়৷ আধুনিকার ছোঁয়াও রয়েছে কার্ডটির মধ্যে৷
মাসখানেক আগে চুপিসারে বাগদান সেরে তাক লাগিয়েছেন গোটা টলিউডকে৷ এবার কার্ডের ডিজাইনেও বাজিমাত করলেন রাজশ্রী৷ শুভশ্রী আগেই জানিয়েছেন, তিনি প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে ট্রাডিশনালি বিয়ে করতে চান৷
সব্যসাচীর ডিজাইন করা লাল টুকটুকে বেনারসী পড়বেন তিনি৷ তবে সাজ কেমন হবে, তা তো শুভদিনেই জানা যাবে৷ রাজের ওয়েডিং অ্যাটায়ারের বিষয় অবশ্য কিছু জানান যায়নি৷
এস/