দেবদাস ও পার্বতী চরিত্রে দেখা যাবে ফেরদৌস ও পপিকে।
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামক একটি সিনেমায় এই জনপ্রিয় চরিত্রে দেখা যাবে তাদের্।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’র বিখ্যাত চরিত্র ‘পার্বতী’।এর আগে কবরী ও অপু বিশ্বাস চরিত্র দুটিতে অভিনয় করেছেন।।এবার দেখা যাবে নন্দিত অভিনেত্রী পপিকে।আর পরিচালনায় আরিফুর রহমান।
এই ছবিতে পপির বিপরীতে দেবদাস চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়ক ফেরদৌস।ইভেন্ট প্লাসে’র ব্যানারে আগামী এপ্রিলে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন আরিফুর রহমান। মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
আজকের বাজার/ আরজেড