কুমিল্লার দেবিদ্বারে এক যুবককে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ জুন) সকালে দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের একটি জমি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের নাম সোহেল (২৮)। তিনি ওই গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল মাদকাসক্ত ছিলেন। প্রায় চার বছর আগে তিনি পারিবারিক বিরোধের জের ধরে তার বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিলেন।
তখন পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এক বছর আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের মাথা, শরীর ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, তার গলাও কাটা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার পর সেখানে মরদেহ ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
আজকের বাজার/একেএ