ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠির পরামর্শে গুরুতর অসুস্থ মন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
সোমবার বেলা ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
এরপর বেলা ৩টা ২০ মিনিটে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমান বন্দরের দিকে যেতে দেখা যায়।
বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরকে নেয়ার ব্যাপারে (সিঙ্গাপুরে) এখন আমি আত্মবিশ্বাসী, সে প্রস্তুতিই চলছে। সিঙ্গাপুরের টিমের উপর নির্ভর করছে কখন এবং কত দ্রুত সেখানে নেয়া হবে।
সিঙ্গাপুরে নিতে কত সময় লাগতে পারে জানতে চাইল অধ্যাপক কনক জানান, এক ঘণ্টার মতো সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, তার অবস্থা আগের চেয়ে ভালো থাকায় ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শেঠি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন।
‘এখনই তাকে সরিয়ে নেয়ার চূড়ান্ত সময়। পরবর্তীতে অবস্থা আবারও খারাপ হলে তাকে সরিয়ে নেয়া কঠিন হবে, যোগ করেন তিনি।
এর আগে ভারতীয় প্রখ্যাত চিকিৎসক ডা. শেঠি সোমবার বেলা ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামেন বলে জানান, বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।
আজকের বাজার/এমএইচ