দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Savar

সাভারের বিরুলিয়ায় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মে) সকালে সাভারের বিরুলিয়ার খাগানে একটি নির্মানাধীন ভবন থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নির্মাণ শ্রমিক সেলিম মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার বাসিন্দা সামাদ ব্যাপারীর ছেলে।

সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল জানান, ‘সকালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন সেলিম। সেসময় দেয়াল ধসে চাপা পড়ে মৃত্যু ঘটে তার। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাজার/আআইএস