স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে নাশকতার সুযোগ নেই। আর নাশকতা প্রতিহত করতে গোয়েন্দারা প্রস্তুত আছে। দেশকে কেউ ভালবাসলে নাশকতা করবে না।
বুধবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতা অনেক জঘন্য কাজ। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। নাশকতা করে কেউ পার পাবে না। এ জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, আগামী বছর আমরা মুজিব বর্ষ পালন করব। তারপর স্বাধীনতার ৫০ বছর পালন করব। আমরা যেন মুজিব বর্ষ সফলভাবে পালন করতে পারি সেজন্য নেতাকর্মীদের সবকিছুর ঊর্ধ্বে থেকে কাজ করে যেতে হবে।
আজকের বাজার/এমএইচ