দেশজুড়ে করোনা রোগি শনাক্তের প্রয়োজন নেই। এটি অপ্রয়োজনীয় কাজ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিং তিনি এই কথা জানান।
করোনাভাইরাসে ক্রমেই নাজুক হচ্ছে, যুক্তরাষ্ট্র। একদিনে মারা গেছে ২ হাজার ৩৫ জন। শুধুমাত্র নিউইয়র্ক প্রদেশেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। সেইসাথে যুক্তরাজ্যে মোট আক্রান্ত ৭৩ হাজারের বেশি, আর গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ৯শ ৮০। মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯শ ৫৮।
এসময় ট্রাম্প আরও বলেন, বোয়িং কে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে করোনার কারণে লোকসান মোকাবেলায়।
এদিকে করোনার কারনে লকডাউনের বিধি নিষেধ আগেভাগেই শিথিল বা প্রত্যাহার করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, গেল রাতের নিয়মিত ব্রিফিং এ এমন দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভয়ঙ্কর অণুজীব করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ। এ নিয়ে ২শ ১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতি ভাইরাস।