দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।
সকাল ৮টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৯টায়। জেলায় দেড় হাজারের বেশি জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় রাজশাহীতে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। খুলনায় প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর টাউন জামে মসজিদে। এছাড়া সিলেটে বৃষ্টির মধ্যে হজরত শাহজালাল দরগা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। রংপুরে প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেরামতিয়া জামে মসজিদে।
করোনা সতর্কতায় বিভিন্ন স্থানে নেয়া হয় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। তবে কোথাও কোথাও মুসল্লিদের উপস্থিতি বেশি থাকায় শারীরিক দূরত্বের নির্দেশনা মানা সম্ভব হয়নি।