দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ৫ দিনে ৪ কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল জব্ধ ও অন্যান্য ৬২৭টি অবৈধ জাল এবং ৭৬৯টি মাছ ধরার নৌকা আটক করা হয়েছে। মাছ ধরার অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রায় ২৬০০ কেজি জাটকা জব্দ, ছয় লাখ টাকা জরিমানা এবং ২৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়। জব্ধকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়।
জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে এই সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হয়।
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে ১৩টি জেলা- ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে প্রথম ধাপে ৭ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ৭ দিন সম্মিলিত বিশেষ অভিযান চলছে এবং দ্বিতীয় ধাপে ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিন সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হবে।
এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ গ্রহণ করছেন।
আজকের বাজার/লুৎফর রহমান