অভিজ্ঞরা প্রায়ই বলে মেসি ও পাওলো দিবালার খেলা একই সূত্রে গা্ঁথা।তাই তদের মধ্যে জুটি গড়ে ওঠা সম্ভব নয়।এবার তাদের কথায় সায় দিলেন ফুটবলের যাদুকর মেসি।
মেসে বলেন, দেশিদিবালার খেলার ধরণ ঠিক আমার মতো। তাই আমাদের মধ্যে জুটি গড়ে ওঠাটা কঠিন।
ক্যারিয়ারের শুরু থেকে মাঠের উপরিভাগের ডান প্রান্তে খেলে আসছেন মেসি।এ জায়গায় সফলও তিনি। একই পজিশনে খেলেন দিবালা। দুই তারকার বল দেয়া-নেয়ার ধরনও এক।
ফক্স স্পোর্টসকে মেসি বলেন, ইতালির ক্লাবটিতে ঠিক আমার পজিশনে খেলে সে। তার ও আমার খেলার ধরন একই। আমরা উভয়ে একইভাবে ফাঁক খুঁজি। জাতীয় দলে আমার পাশে তাকে বাম প্রান্তে খেলতে হয়। ও সেই পজিশনে খেলে অভ্যস্ত নয়।
২০১৫ সালে জেরার্ডো মার্টিনোর অধীনে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় দিবালার। এর পর খুব কম সময়ে মেসির সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে তাকে। আর যেসব ম্যাচ একসঙ্গে খেলেছেন, তাতে গোল করতে ব্যর্থ হয়েছেন হালের তরুণ সেনসেশন। খেলার পজিশনটা মনের মতো না হওয়ায় এ দশা।
আজকের বাজার/আরজেড