পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের গাড়ি সংযোজন কারখানা উদ্বোধন করেছেন অশোক লেল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনোদ কে দাসারী।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধামরাইলে ইফাদ অটোসের কারখানায় এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। ইফাদের এই প্রতিষ্ঠানটি অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত। এই কারখানা উদ্বোধনের জন্য আজ সকাল ১০টায় ভিনোদ কে দাসারী ঢাকায় পৌঁছান। সেখান থেকে তিনি ধামরাইলে যান।
বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সিইও বলেন, অশোক লেল্যান্ড ৩০ বছর বাংলাদেশ গাড়ি রপ্তানি করছে। এতোদিন তারা পুরো গাড়ি নির্মাণ করে রপ্তানি করতো। ইফাদের এই কারখানা উদ্বোধনের মধ্য দিয়ে এখন এদেশেই অশোক লেল্যান্ডের গাড়ি সংযোজন হবে। এতে বাংলাদেশও গাড়ি শিল্পে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সংযোজিত গাড়ি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে বহু মানুষের কর্মসংস্থান হবে।
সুত্র: অর্থসূচক