দেশেই উৎপাদন হবে স্যামসাং ও এলজির সব পণ্য

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি ব্র্যান্ড স্যামসাং ও এলজি ইলেকট্রনিক্স কোম্পানি সকল পণ্যই এখন থেকে বাংলাদেশেই উৎপাদন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, জয়েন্ট ভ্যাঞ্চারে এসব কোম্পানি গড়ে উঠবে। আর ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং-ডু জানান, এ জন্য এলজি প্ল্যান্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে।

২৩ অক্টোবর সোমাবার বাণিজ্যমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং ডু’র সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরিয়া বাংলাদেশে বড় ধরনের বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। কোরিয়ান এক্সপোর্ট জোনের (কেইপিজেড) পাশাপাশি কোরিয়ার বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনোমিক জোনে বিনিয়োগ করবে।’

বাংলাদেশে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করে রফতানি করলে কোরিয়া বেশি লাভবান হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখন কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এক হাজার ৫০৬ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় রফতানি করেছে ২৩৮ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। একই সময়ে আমদানি করেছে এক হাজার ২৬৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।’

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং-ডু বলেন, বর্তমানে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ খুব ভালো রয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আরও বেশি বেশি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের পর পণ্য উৎপাদন করে কোরিয়ায় রপ্তানি করলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে।

তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কোরিয়ার এখন বহুমুখীকরণের দিকে যাচ্ছে। এক্ষেত্রে আইটি ও অবকাঠামো খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে, গত ২৮ মে মেট্রোসেম গ্রুপ এলজি ইলেকট্রনিক্স যৌথভাবে দেশে মোবাইল ফোন উৎপাদন করার জন্য একটি চুক্তি সই করে।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭