দেশের অগ্রযাত্রার চিত্র সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘মোদের আশা’ নামক একটি নান্দনিক পোস্টার উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মোড়ক উন্মোচন করেন মাননীয় সংসদ সদস্য, কবি কাজী রোজী।
সামাজিক সংগঠন ‘মানবিক পদক্ষেপ’ এই অনুষ্ঠানের আয়োজনে করেন।
সাংসদ কবি কাজী রোজী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছে। দেশকে আরও এগিয়ে নিতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানের সভাপতি রুবেল শঙ্কর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত পোস্টারটি দেশজুড়ে প্রচার করা হবে।
দেশ গড়ায় যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আরিফিন মোল্লাকে ‘যুববন্ধু সম্মাননা-২০১৮’-তে ভূষিত করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা লেখক আসলাম সানী।
আজকের বাজার/এমএইচ