স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পৃথিবীর অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের আইন-শৃঙ্খলা মানুষের প্রত্যাশা অনুযায়ী চলছে, এখানে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী কাজ করছে এবং জনগণ আমাদের সহযোগিতা করছে। সে জন্যই আমরা মনে করি, আমাদের আইন-শৃঙ্খলা পৃথিবীর অন্য দেশের চেয়ে অনেক ভালো আছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী রোববার সচিবালয়ে ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম এবং পর্যবেণ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জমান খান কামাল বলেন, আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। আমাদের দেশের মানুষ এই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চায় না। জঙ্গি-সন্ত্রাসীদের ব্যাপারে তাদের সন্দেহ হলে কিংবা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ, আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী অত্যন্ত দতার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে কাজগুলো করছে। সে জন্য আমরা মনে করি, আমরা সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে সম হয়েছি।
আজকের বাজার: ওএফ/ ১৪ জানুয়ারি ২০১৮