দেশের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকলেও চট্টগ্রামের কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশীদ। ঢাকা ও ঢাকার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকার কথা বলা হয়েছে। এই এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বঙ্গোপসাগরের কেন্দ্রে একটি লঘুচাপের সৃষ্টি হলেও এজন্য কোনো কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।
পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্যও কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭