দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজার জেলা এবং এর কাছাকাছি অঞ্চলে আগামী ৭২ ঘন্টায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসব অঞ্চলের সকল নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং কোথাও কোথাও আকষ্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য থেকে এসব জানা গেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমছে। আগামী ২৪ ঘন্টায় যা অব্যাহত থাকতে পারে।
বাড়ছে গঙ্গা নদীর পানি, অপরদিকে কমছে পদ্মা নদীর পানি এবং তা অব্যাহত থাকতে পারে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত।
এদিকে, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি কমছে যা অব্যাহত থাকতে পারে ২৪ ঘন্টা পর্যন্ত।
অপরদিকে, তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে।
পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩২ টির, কমেছে ৬২ টির, অপরিবর্তিত হয়েছে ৬ টির।