দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় অধিকাংশ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, আগামী ২৪ ঘন্টা পর্যন্ত এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৫১টির এবং ৪৬টির পানি সমতল হ্রাস পেয়েছে।
অপরদিকে, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৪টি, বিপদসীমার উপর স্টেশনের সংখ্যা ৪টি।
এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, কক্সবাজার ১৫৫ মিলিমিটার, সাতক্ষীরা ৮২ মিলিমিটার, টেকনাফ ৭৮ মিলিমিটার, পটুয়াখালী ৫৩ মিলিমিটার।