দেশের উন্নয়ন ঘটে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়। তাই নারী পুরুষ সবাইকেই শিক্ষিত হতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম পি।
রোববার, ২৫ মার্চ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের সভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়খাতা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ নুর ই এলাহী বকুল, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু, মোস্তফা বসুনিয়া, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
এ সময় এইচ এস সি পরীক্ষার্থীর বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। এর আগে ওই কলেজে বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান নামে একটি হল রুমের উদ্ধোধন করা হয়েছে।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার কলেজটি নতুন হলেও ইতিমধ্যে শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষার ফলাফলে জেলায় আলোচনার শীর্ষে এসেছে। এবারের চলতি এইচ,এস,সি পরীক্ষায় এবারে ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
আরএম/