দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই: শেখ হাসিনা

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নৌকায় ভোট চান।

সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে উন্নয়ন হয়, আর বিএনপি-জামায়াত জোট এসব ধ্বংস করছে। শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে লুটপাট, দুর্নীতি হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে।

তিনি আরও বলেন, দেশের মানুষ ২০১৪ সালের ৫ জানুয়ারি আমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিল। আজ এই সরকার ৫ বছরে পা রাখলো। এই বছর নির্বাচনী বছর। তাই এই সমাবেশ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছি।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন জনগণের জন্য। জনগণের দাবি পূরণের জন্য। অথচ বিএনপি জামায়াত জনগণের জানমাল পুড়িয়ে ধ্বংস করেছে।

আওয়ামী লীগ জনগণের প্রকৃত বন্ধু। বর্তমান সরকারের আন্তরিকতার কারণে দেশ আজ ডিজিটাল হয়েছে। দেশের ১৪ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। প্রতিটি মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন, অনেকেই বর্তমানে একটার বদলে একাধিক ফোন ব্যবহার করছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

আজকের বাজার:এলকে/ ২৯ জানুয়ারি ২০১৮