দেশের চারটি পৌরসভার ভোট গ্রহণ চলছে। ইতোপূর্বে এসব পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই চার পৌরসভায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
যে চার পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছ- যশোর জেলার যশোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার স্থগিত করা ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত করা ৭ নম্বর সাধারণ ওয়ার্ড এবং মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ভোট।
এদিকে দেশে করোনার ঊর্ধ্বগতির কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়া না হওয়ার বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন।