করোনাভাইরাসের কারণে দেশের দিন আনে দিন খাওয়া মানুষদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাদেরকে খাবার দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশের ভিক্ষুক, দিনমজুর, রিকশাচালক, ভ্যান চালক, পরিবহন কর্মী, রেস্টুরেন্টের কর্মচারী এবং রাস্তার পাশের ছোট চায়ের দোকানদারদের খাদ্য সরবরাহ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ।সেইসাথে, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড স্তরে থাকা খামারের শ্রমিক এবং অন্যান্য উপকারভোগীদেরও খাদ্য সহায়তা দেয়া হবে।
সমাজের বিত্তবানরা, সংস্থা ও এনজিও স্থানীয়ভাবে খাদ্য সহায়তা দিলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এটি পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, এ মুহূর্তে একটি সমন্বিত উপায়ে এ কাজটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার