দেশের পথে আনিসুল হকের মরদেহ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ যুক্তরাজ্য থেকে শনিবার দেশে আনা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) ৭টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৮ মিনিটে) আনিসুল হকের কফিনবাহী বিমানের বিজি-২০২ ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।

বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই ফ্লাইটে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক ও এক নাতনি রয়েছেন। কফিনবাহী ফ্লাইটটি শনিবার (২ ডিসেম্বর) বেলা ১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মেয়র আনিসুল হক।

নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুন নূর তুষার বলেন, ‘তাঁর মরদেহ সরাসরি বাসায় যাবে। সেখানে তিনি থাকবেন দুপুর ৩টা পর্যন্ত। তাঁর আত্মীয়, স্বজন, বন্ধুবান্ধবরা সেখানে তাঁকে শেষ বিদায় জানাবেন। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সেখানেই আসরের নামাজ আদায় করা হবে। এরপরই তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।’

জানাজা শেষে সন্ধ্যার আগেই বনানী কবরস্থানে তাঁর দাফন অনুষ্ঠিত হবে।

আব্দুন নূর তুষার বলেন, ‘সেখানে তাঁর মায়ের কবর আছে। সেখানে তাঁর পুত্র সন্তানের কবর আছে। সেখানে তাঁর পুত্রসন্তানের কবরে তাঁর সাথে সমাহিত করা হবে।’

এদিকে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন, পরিবারের সদস্যরা, বাংলাদেশ কমিউনিটির নেতারা, যুক্তরাজ্যে বসবাসরত মরহুমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এলকে/এলকে ২ ডিসেম্বর ২০১৭