দেশের প্রধান সব নদ নদীর পানি কমছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৭ টির,কমেছে ৮০ টির,অপরিবর্তিত রয়েছে ৪ টির,বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ১ টি,বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১টি।