দেশের বাজারে জার্মানীর ‘ম্যান’ বাস ও ট্রাক

জার্মানীর তৈরি ‘ম্যান’ বাস ও ট্রাক বাংলাদেশে বাজারজাতকরণের কার্যক্রম ঢাকায় শুরু হয়েছে।সম্প্রতি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রাজধানীর রেডিসন হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শাজাহান খান বলেন, বাংলাদেশের মানুষের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। মানুষের রুচি ও প্রত্যাশায় পরিবর্তন এসেছ। নতুন নতুন উন্নতমানের গাড়ি দেশে আসছে। মানুষের প্রত্যাশা ও যাত্রীদের সেবার বিষয়টি মাথায় রাখতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

নৌমন্ত্রী বলেন, সড়ক পথে উন্নয়ন হচ্ছে, বিভিন্ন স্থানে ফোরলেন হচ্ছে। মালিক, শ্রমিক ও যাত্রীদের সহযোগিতায় সড়ক পথে দুর্ঘটনা কমে এসেছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের উন্নয়ন হয়েছে, আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই সরকারকে সহযোগিতা করতে হবে।

এ সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পাওয়ারভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর/