দেশের ১০১ টি পয়েন্টের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৩৩ টি’তে, হ্রাস পেয়েছে ৬৫ টি’তে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিনটি নদীর পানি। বিপদসীমার উপর পয়েন্টের সংখ্যা ৩ টি, অপরিবর্তিত পানি সমতল পয়েন্টের সংখ্যা ৩ টির। এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় গঙ্গা-যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ও সোমেশ্বরী ব্যতীত উত্তরপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। পরবর্তী ২৪ ঘন্টায় আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। অপরদিকে সারাদেশে গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে মহেশখোলা ১৩০ মিলিমিটার এবং মহাদেবপুর ৩৯ মিলিমিটার। খবর-বাসস
আাজকের বাজার/আখনূর রহমান