বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে গণসমাবেশ করেছে বিএনপি। সমাবেশে অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধরীসহ নগরীর ৪১টি ওয়ার্ডের নেতাকর্মীরা। এদিকে সমাবেশেকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেয়া না হলে জনগণকে সাথে নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
এছাড়া রাজশাহী, মেহেরপুরসহ দেশের বিভিন্নস্থানে দলীয় নেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।
আরএম/