দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে আটক ১০০

চলমান মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকরা মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতরাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৩৭ আসামিকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা হয় বেশকিছু মাদকদ্রব্য। এছাড়া, মানিকগঞ্জে ২৪, গাজীপুরে ১৫, নওগাঁয় ১০, সাতক্ষীরায় ৭, গাইবান্ধায় ৫ এবং কুড়িগ্রামে ৩ জনকে আটক করা হয়।

আরজেড/