চলমান মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকরা মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতরাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৩৭ আসামিকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা হয় বেশকিছু মাদকদ্রব্য। এছাড়া, মানিকগঞ্জে ২৪, গাজীপুরে ১৫, নওগাঁয় ১০, সাতক্ষীরায় ৭, গাইবান্ধায় ৫ এবং কুড়িগ্রামে ৩ জনকে আটক করা হয়।
আরজেড/