বহু ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু আজ দৃশ্যমান হতে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং দেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এভাবেই তাদের যথাযথ উত্তর দেয়া হবে।
রোববার (১৪ অক্টোবর) দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করতে যেয়ে মুন্সীগঞ্জের মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
এর আগে সকালে মাওয়ায় পৌঁছে তিনি সেতুর নামফলক উন্মোচনসহ প্রকল্প সংশ্লিষ্ট কয়েকটি কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা দেশের ভাবমুর্তি নষ্ট করতে চেয়েছিল, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আমরা তাদের উত্তম জবাব দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সাথে নিয়ে আমরা দারিদ্রসীমা অতিক্রম করেছি।
তিনি বলেন, নিজস্ব তহবিল দিয়ে সরকার পদ্মা সেতু নির্মাণ করছে। এভাবেই দেশের জনগণের জন্য উন্নততর ও সুন্দর জীবন নিশ্চিত করবে সরকার।
আজ বিকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ