দেশের ভেতরে বিমানযাত্রায় ফটো আইডি বাধ্যতামূলক

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেওয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ জুন একটি সার্কুলারে এই নির্দেশনা জারির পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ বিভাগের) শাকিল মেরাজ জানান, চিঠিটা বিমান গতকাল মেইলে পেয়েছে। নির্দেশনাটি যতদ্রুত সম্ভব কার্যকর করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস, অর্থাৎ উড়োজাহাজে চড়ার অনুমতি পাওয়া যেত।

এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের টিকেটের সঙ্গে তাদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে।

আজকের বাজার: আরআর/ ০৫ জুলাই ২০১৭