বাংলাদেশ সরকার দেশের সব স্থল সীমান্ত ঘিরে সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে সীমান্ত সড়ক নির্মাণের এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে গঠিত উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি। ভারতের সাথে ৪,১৪২ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার অর্থাৎ সবমিলিয়ে বাংলাদেশের ৪,৪১৩ কিলোমিটার স্থল সীমান্তেই ধাপে ধাপে এই সড়ক নির্মাণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
সীমান্ত সড়ক নির্মাণের অংশ হিসেবে ইতোমধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা অংশের সীমান্ত সড়ক নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে চলতি সপ্তাহেই নতুন করে আরও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ ও ভারত সীমান্তের পাহাড়ী এলাকায় ও মিয়ানমার সীমান্তের কিছু এলাকার মোট ৩১৭ কিলোমিটারে সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ চলছে।
আজকের বাজার/লুৎফর রহমান