রাজধানী ঢাকার ৪১০টিসহ দেশের সব ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া কূটনৈতিক অঞ্চলগুলোতেও কঠোর নিরাপত্তা জোরদার করা হবে।
আজ ২১ জুন বুধবার স্বরাষ্ট মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কমিটির সভাপতি হিসেবে ওই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ঈদের ছুটির সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক মাঠে থাকবে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার অনুকূলে অস্বাভাবিক লেনদেন হলে গোয়েন্দা সংস্থাকে অবহিত করবে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে গোয়েন্দা সংস্থা।
তিনি আরও বলেন, দেশব্যাপী সন্ত্রাসের অর্থায়ন বন্ধে এনজিও এবং বিভিন্ন অঞ্চলের স্কুলের কার্যক্রম মনিটরিং করা হবে।
এই বৈঠকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।