দেশের সাতটি ওষুধ কোম্পানিকে ‘রেমডেসিভির’ উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার (৪ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ পর্যন্ত সাতটি কোম্পানিকে এই ওষুধ উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- বেক্সিমকো, বেকন, অপসোনিন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।’
উল্লেখ্য, অ্যান্টিভাইরাল ড্রাগটি রেমডেসিভির করোনাভাইরাস চিকিৎসায় বেশ কার্যকর। করোনা চিকিৎসার জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।