দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। খালেদা জিয়ার রায় পরবর্তীতে কোন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।
আজ সচিবালয়ে খালেদার রায় পরবর্তী পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আইন মেনেই সঠিক বিচার কাজ পরিচালনা হয়েছে। জেলকোড মোতাবেক খালেদা জিয়াকে সব ধরণের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮