দেশের হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবি বিএনপির

আজকের বাজার প্রতিবেদকঃ দেশের হাওর অঞ্চলগুলোকে দূর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। নেত্রকোনার হাওর এলাকা পরিদর্শন করে এসেছে, মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, উজানের ঢল ও ভারি বর্ষনে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি কোনো মন্ত্রীও ওই এলাকায় যাননি। সেখানে দ্রুত ত্রাণ সহায়তা দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।

তিনি বলেন, সেখানকার ক্ষতিগ্রস্ত কৃষকগোষ্ঠী খুবই মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু সরকার লোক দেখানো সহায়তা অপ্রতুল। আসলে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায়, জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে খুবই নীরবে এক বিশাল এবং ভয়ঙ্কর দুর্যোগ ঘটে গেছে এপ্রিল মাসের শুরুতে। বিস্তৃত হাওর অঞ্চল বিশেষ সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের সাড়ে তিন লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এ ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে, সেখানে দূর্গোত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক আমি নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে সাধ্যমতো সহায়তা করেছি। স্থানীয় নেতৃবৃন্দকে পাশে দাঁড়ানোর কথা বলেছি।

তিনি বলেন, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, ফসল নষ্ট হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

বিএনপি মহাসচিব অবিলম্বে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের পুরনো কৃষি ঋণ মওকুফ, বিনামূল্যে সার, বীজ বিতরণের দাবি জানান।

বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত, তবে তা হতে হবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার দল সব সময় নির্বাচনে যেতে চায়। তবে তা হতে হবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে। আমরা যখন বুঝবো, নির্বাচন নিরপেক্ষ হবে, তখনই নির্বাচনে যাব।

ফখরুল বলেন, যখন নির্বাচন কালীন সহায়ক সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, তখনই বিএনপি নির্বাচনে যাবে, তার আগে নয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল, এমরান সালেহ প্রিন্স, সাখাওয়াত হোসেন জীবন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানসহ নেত্রকোনা জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।
আজকের বাজারঃএসআর/এলকে/১৮-০৪-২০১৭